কাব্যের পরশমণি

কাব্যের পরশমণি
প্রকাশনা যৌথ সংকলন
প্রকাশনী অনন্য প্রকাশন
সম্পাদক মুহাম্মদ শাফায়াত হুসাইন
প্রচ্ছদ শিল্পী পলক রায়
স্বত্ব কবিবৃন্দ
প্রথম প্রকাশ নভেম্বর ২০২৩
সর্বশেষ প্রকাশ নভেম্বর ২০২৩
সর্বশেষ সংস্করণ ১ম সংস্করণ
বিক্রয় মূল্য ২০০৳ মাত্র
বইটি কিনতে চাইলে এখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত বর্ণনা

"কাব্যের পরশমণি" একটি যৌথ কাব্যগ্রন্থ যা কবি,লেখক ও সম্পাদক মুহাম্মদ শাফায়াত হুসাইন (আলাল) কর্তৃক সম্পাদিত। ২০২৪ গ্রন্থমেলা উপলক্ষে স্বনামধন্য কিছু নবীন ও প্রবীণ কবিদের উপস্থিতিকে সার্থক করেছে "কাব্যের পরশমণি" কাব্যগ্রন্থটি।কাব্যগ্রন্থটি ৩ ফর্মা বিশিষ্ট এবং পলক রায়ও অনন্য প্রকাশন কর্তৃক প্রকাশিত। কাব্যগ্রন্থটি তে মোট ৫৩ টি কবিতা রয়েছে। এর মধ্যে ১৮ টি সনেট কবিতা এবং বাকি গুলো আধুনিক কবিতা। "কাব্যের পরশমণি" যৌথ কাব্যগ্রন্থে যে সকল কবি কবিতা দিয়ে অসাধারণ শৈল্পিক সমন্বয় ঘটিয়েছেন।তারা হচ্ছেনঃ

১.মুহাম্মদ শাফায়াত হুসাইন
২.মোঃ ইউসুফ আলী
৩.মোহাঃ শরিফুল ইসলাম
৪.আবীর আহমেদ ফয়সাল
৫.মোঃ ইমদাদুল্লাহ পারভেজ
৬. মোঃ মুরাদ হোসেন
৭.মোঃ হাচিবুল ইসলাম

ভূমিকা

সম্পাদক, কবি, লেখক মুহাম্মদ শাফায়াত হুসাইন ইতোমধ্যেই লেখালিখি ও কাব্যগ্রন্থ সম্পাদনায় বেশ সফলতার পরিচয় দিয়েছেন। স্বনামধন্য কিছু নবীন-প্রবীণ কবিদের উপস্থিতিকে সার্থক করেছে ‘কাব্যের পরশমণি’ কাব্যগ্রন্থটি। বর্তমান গ্রন্থের পাণ্ডুলিপি প্রণয়নকালে কবিদের রচনাশৈলী ও কবিতার বৈশিষ্ট্য মুগ্ধ করেছে আমায়।
সব মিলিয়ে সম্পাদক মুহাম্মদ শাফায়াত হুসাইন অসাধারণ শৈল্পিক সমন্বয় ঘটিয়েছেন বইটিতে যা দেখে আমি সত্যিই অভিভূত। আমার দৃঢ় বিশ্বাস কাব্যপ্রেমীদের কাব্য রস আস্বাদনে ‘কাব্যের পরশমণি’ কাব্যগ্রন্থটি ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। এরকম একটি বই উপহার দিতে পেরে আমি নিজেও বেশ আনন্দিত। গ্রন্থটির সম্পাদক ও সকল কবিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
পরিশেষে বইটির সাফল্য কামনায় শেষ করছি।

পলক রায়
অনন্য প্রকাশন।

উৎসর্গ

পৃথিবীর আগত অনাগত সকল শিক্ষাগুরু_ কে।

কবিতা

এখানে কাব্যের পরশমণি বইয়ের ৭টি কবিতা পাবেন।

শিরোনাম
মন্তব্য