সাহিত্য অমৃত সুধা পান করো মন
দূর হয়ে ভব ক্ষুধা হবে তুমি দীপ্ত
কাব্য যে পরশমণি স্পর্শে থেকো লিপ্ত
সাহিত্যে কাব্য জোহুরি রত্নে ভরা বন।


সদায় অর্জন করো গুপ্ত তত্ত্ব ধন
লৌহের মত স্বর্ণত্ব মণি করো রপ্ত  
লাগামহীন ঘোড়া যে কাব্য ছাড়া ক্ষিপ্ত
বৃথা মানব জীবন কাব্য ছাড়া হোন।

ভবিষ্যৎ প্রজন্ম তরে ধরা বিনির্মাণে
'পরশ পাথর কাব্য' জানে বিজ্ঞ জনে
মনুষ্যত্ব অর্জনে প্রেম করো কাব্য সনে
কাব্য চর্চা একনিষ্ঠে সঁপো প্রাণপণে।


কাব্য চর্চায় একাগ্র ভক্তির বাঁধন
জৈবিক আত্মিক হয় উৎকর্ষ সাধন।