তোমায় কত বাসতাম ভালো
জানলে না তো প্রিয়া,
তুমি বিনে এ জীবন আজ
সাজাবো কি দিয়া।  


প্রাণের চেয়েও তোমায় ওগো
বেসেছিলাম ভালো,
তুমি ছিলে এ জগতে
আমার চোখের আলো।


কত স্বপন দেখেছি গো
প্রিয়া তোমায় নিয়া,
তোমার দেয়া বিরহেতে
কাঁদে এ মোর হিয়া।


পাষাণ প্রিয়া ফাঁকি দিয়া
গেছো তুমি চলে,
তোমার দেয়া কষ্টে হৃদয়
ভাসে নয়ন জলে।


জানি প্রিয়া কোনোদিনই
আসবে না তো ফিরে,
বহু কষ্টে কাটছে এ দিন
একা একা ধীরে।


          __♦__


স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২


রচনাঃ- ১০-১১/ ৩ / ২০২১ ইং
বাড়ি নং ১৬, রোড নং ৫, ডিআইটি প্রজেক্ট,
মেরুল বাড্ডা, ঢাকা।