ভূমিকা:
“প্রবাসী” এটা শুধু একটা শব্দ নয়।
এটা এক বুক স্বপ্ন, এক সমুদ্র ত্যাগ, আর অন্তহীন অপেক্ষার নাম।
পরিবারের মুখে হাসি ফোটাতে শত প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে চলা এক জীবনের গল্প।
বেদনা, নিঃসঙ্গতা, পরিশ্রম আর স্বপ্নে গাঁথা সেই প্রবাস জীবনের অন্তরকথা।
এই কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি, যেন তাদের অনুপস্থিতিও অনুভব করি হৃদয়ের গভীরে।
প্রবাসী সকল ভাই-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে এই কবিতা উৎসর্গ করছি... ❤️🫡

মাতৃভূমি ছাড়ি মোরা যায়, ভিনদেশের কোলে,
প্রিয়জনদের রাখব ভালো, পণ করে যায় চলে!
হাঁটি একা দূর-দুরান্তে, দূর অজানা দেশে,
মনের মাঝে দেশের ছবি, ফিরব সফল বেশে।

দেশের রেশ বুকে নিয়ে, পাড়ি দিলাম দূর,
স্বপ্ন গড়ার প্রত্যাশাতে, প্রাণে আসে জোর।
ভোরের সূর্য ওঠে এখানে নিঃসঙ্গতার সাথে,
মায়ের আহ্বান, বাবার ডাক, সবই থাকে দিনে-রাতে।

থাকে কাজের ব্যস্ততা, নেই আপন কেউ,
হৃদয় মাঝে বাজে কেবল মায়ের মমতা ঢেউ।
কাজের মাঝে ঘাম ঝরে, হাসি ঢেকে রাখি,
মায়ের কণ্ঠ স্বপ্নে এসে ভিজিয়ে আসে আঁখি।

ঘাম ঝরে বিদেশেতে, পাঠাই দেশে টাকা,
রেমিট্যান্সে সচল থাকে অর্থনীতির চাকা।
স্বপ্ন গড়ার মিছিলে এসে, কত স্বপ্ন হারাই,
জীবন-যুদ্ধে বুকে বাঁধি, আশা নতুন ছড়াই।

কখনো সুখের অশ্রু ঝরে, কখনো নিঃশব্দ কাঁদা,
স্বপ্ন-বেদনার মিছিলে হাঁটি, তবু আশায় বুক বাঁধা।
তবুও বাঁচি, তবুও হাসি, বুকের গভীর তলে,
প্রিয় বাংলা টানে যে আমায়, রাখে আপন বলে।

দূরে থেকেও প্রাণের দেশে, মমতার টান রয়,
এ মন বলে "ফিরে যাবো, ওটাই আমার জয়"।
©ফয়সাল
১৪/০৭/২০২৫ইং
সকল স্বত্ব সংরক্ষিত