অটল স্মৃতি
*******


পদ্মবিভূষন,ভারত রত্ন
অটল হিমালয় মতো,
কারগিল যুদ্ধে দেখিয়েছিলে
ভারত আজো অক্ষত।
শত্রুপক্ষকে আছড়ে ফেলে
এনেছিলে মহান জয়,
পোখরানে তুমি দেখিয়েছিলে
ভারতও দুর্বল নয়।
তুমি প্রথম করেছিলে দেশে
বিপক্ষকে ধরাশায়ী,
বাবরি মসজিদ ভাঙ্গার দায়ে
হয়তো হয়েছিলে দায়ী।
অটল ব্যক্তিত্ব, অটল নীতি
অটল কাব্য গাথা,
অটল মৃত্যুর নিস্তব্ধতায়
বেদনার্ত ভারত মাতা।


বেহুলা পূজা
********


মা মনসাকে সন্তুষ্ট করলে
চৌদ্দ ডিঙ্গা ধন পাব কি না জানিনা।
সর্পদংশনে কোনদিন মৃত্যু হবে না
সে বিশ্বাসও নেই।


আমার মধ্যে একটা আশঙ্কা ঘুরপাক খায়।
কানা হরিদত্ত'র উদ্দেশ্য
আজো আমার গোচরের বাইরে।


পঞ্চসতীর স্থানে
ষষ্ঠসতী হলে ক্ষতি কি,
জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে একজন সতীর বৃদ্ধি হতে পারে না?
বর্তমানের আধুনিক নারীরা
অনুপ্রাণিত হোক।
হোক না বেহুলা'র পূজা
এ মর্তভূমিতে।
ঘরে ঘরে বেহুলা'র পূজা হোক এই বার।



বি.দ্র.- বাড়িতে মনসা পূজা হয়।আজ খুব ব্যস্ত তবু নিয়মিত থাকার জন্য পাতায় কবিতা ছাড়তে এলাম। সকল কবি বন্ধু সুধী পাঠকবৃন্দদের মনসা পূজার শুভকামনা জানালাম।