ক্ষিদার জ্বালায় মরলে কেউ
নিরব সকল পক্ষ,
মদ খেয়ে কেউ মরলে পাবে
নগদ দুই লক্ষ।
হায়রে আমার সোনার বাংলা
হায়রে রাজ্যবাসী,
চতুর্দিকে বাজছে শুনি
উন্নয়ণের বাঁশি।
শবরগুলি খেতে না পেয়ে
অপুষ্টিতেই ভোগে,
জরাজীর্ণ শরীর নিয়েও
কাটায় নানান রোগে,
তাদের জন্য "স্বাস্থ্য সাথী"
"-আরোগ্য যোজনা" হীন,
সবাই জানে দুটাকার চালে
চলছে কটা দিন।
প্রশাসন বল্লো তারাও নাকি
মদ খেয়ে মরেছে,
তাহলে বলি তাদের দু লাখ
কোন পকেটে সরেছে?
মদ খেয়ে মারা পড়লে
দু লাখ যদি পায়,
শবরগুলির দু লাখ টাকা
তবে কোথায় যায়?
মৃত্যু নিয়ে ধান্দা বাজী
ঢপ বাজী আর ফাও,
শবরেরা কেন পাবে না টাকা
প্রশাসন জবাব দাও?