সামনে নির্বাচন....
সবার অন্তরে জলহীন খুশীর লহর বইছে।
গত মাসের জনসভায় মন্ত্রীর আশ্বাস,
কয়েক দিনের মধ্যেই গ্রামে পুকুর কাটা হবে।


সারা বছর তো সসংকোচে মুনিবের ঘরে ঢোকার মতোই পাশের গ্রামের পুকুরের জলেই কাজ চলে।
কিন্তু গ্রীষ্মের মতোই তারাও ব্যবহার করতে দেয় না।


গ্রামের কয়েকজন গণমান্য ব্যক্তি
কার্যনির্বাহক অধিকারীকের করণে
যোগাযোগ করলে
আধিকারিক জানালেন--
"আপনাদের পুকুর খনন এখনও বিস বাঁউ জলে"
দুএক জন সাঁতার দিয়ে আর ডাঙ্গায় উঠতে পারলেন না!