একটি পাখি বসে আছে গাছের কচি শাখায়,
অন্তরমন আকুলিত আজি প্রেমের পিপাসায়।
শ্রাবণ যেমন সৃষ্টিসুখে অঢেল বারি ঢালে,
আসুক সখা হৃদয় জুড়ে প্রণয় খেলা খেলে।
হোক না কষ্ট পরাণ ভাঙ্গা দুঃখ পাহাড় ঢাকা,
সঙ্গে থাকলে সইতে পারি প্রেম প্রণয়ের সখা।
বাঁধবো নীড় গাছের শাখে শান্তি সুখের বাসা,
সৃষ্টিসুখে পূর্ণ হোক মনের অভিলাষা।
আমারও দুটি ছানা হবে ফুটফুটে চাঁদকণা,
অবাধ সুখে উড়বে তারা মিলিয়ে দিয়ে ডানা।
দেখবো তাদের দুচোখ ভরে তাদের শান্তি সুখ,
সন্তানদের সুখী দেখে ভরবে মোদের বুক।
তারাও একদিন বড় হবে, হবে অভিভাবক,
তারাও একদিন সংসার পাতবে তাদেরও হবে শাবক।
আমরা সেদিন হারিয়ে যাব জীবন নদীর বাঁকে,
নিয়ম মেনে যেতেই হবে মহাপ্রলয়ের ডাকে।
সুখ আনন্দে জীবন হয় থাকে জীর্ণ খরা,
ভাঙ্গা গড়া, হাসি কান্না এটাই জীবন ধারা।