চাই না আমি কবি হতে
চাইনা কবির দাম,
চাই না কোন মান সম্মান
বিশ্বজোড়া নাম।
সখের বশে কাব্য লিখি
হৃদয়াবেগে লিখি,
সহজ সরল আমার ভাষা
নেইতো কোন মেকি।
তবুও যদি আমার কাব্যে
কেউ বেদনা পাই,
বিনম্র  চিত্তে করজোড়ে
ক্ষমা ভিক্ষা চাই।
জ্ঞান বিদ্যা নেইতো আমার
গুণীজনের মতো,
সেই সাধনায় ব্রতী আমি
শিখছি অবিরত।
আমার কাব্য চক্ষু গোচর
সূর্য যেমন উঠে,
আমার কাব্য শিশির ভেজা
প্রভাতে ফুল ফুটে।
আমার কাব্য বর্ষা আশে
থাকে যেমন চাষা,
অক্লান্ত পরিশ্রমের পরে
করে ফলনের আশা।
আমার কাব্য সর্বহারার
বেদনা মিশ্রিত,
আমার কাব্য কন্যা দানেও
মেয়ের পিতা প্রীত।
আমার কাব্যে দৈন দুখীর
শান্তনার বাণী,
অত্যাচারীত শোষকদের
সম্মানে রাহাজানি।
ওদের কাব্য ভাবের খেলা
শব্দের মায়াজাল,
ওদের কাব্যে পাঠক সমাজ
আনন্দে উত্তাল।
ওদের কাব্য সভাকবির
রাজনৈতিক মেলা,
প্রেম প্রণয়ে আধুনিকতায়
অভিজাত্যের খেলা।
ওদের কাব্য "নীরস তরুবর
পূরত ভাতি"
আমার কাব্য "শুষ্কং কাষ্ঠং
অগ্রে তিষ্ঠতি"।