আজ যে আমি উদাস বাউল
গাঁয়ের মেঠো পথে;
কিন্তু এ দিন ছিল না তো
আমার মনোরথে।
প্রথম যেদিন হয় পরিচয়
কলেজের বারান্দায়,
আমার হাসিতে, তোমার অধরে
প্রেমেরই ছিল সায়।
ক্রমে ক্রমে তা উত্তীর্ণ পথে
হৃদয়ের যোগাযোগ,
একাত্মিয়তার বন্ধন আশে
জটিল মনরোগ।
কাল হতে কাল অতিক্রমেও
অবাধ ভালবেসে,
মনের গোপনে,তনের মিলনে কি
অনীহা এলো শেষে?
সুজন সূত্রে অবগত হলাম
তোমার পরিণয়,
বাহ্যিক কিম্বা দৈহিক মিলন
এও কি ছিল অভিনয়?
আমার জীবনের যত শংসাপত্র
তোমার বিরহানলে,
ছাই হয়ে যাক, দুকূল ভেসে যাক
বেদনার অশ্রুজলে।
তাই আজ হাতে একতারা নিয়ে
পথে পথে গান গায়,
গান শুনে মোর চেয়ে দেখো যদি
কোন এক জানালায়।