বুকের মধ্যে যত্নে লালন করছি যতো আশা
মাটি থেকেই স্বপ্ন গড়ি যত্নে ভালোবাসা।
যত্ন আছে কষ্ট শোকে, যত্ন চোখের জলে,
সুখ ভাবি ঠিক বেঁচে থাকা একই সমতলে।

এই ভাবি মানুষ হবো কেউবা ভাবে বড়,
বুকের মধ্যে সব কষ্ট পুষে, যত্ন করে জড়!
যত্নগুলো কষ্ট বাড়ায়, আর না নেব বুকে
বাংলাদেশে কাটুক সবার জীবনটা খুব সুখে?


ছন্দ: মাত্রাবৃত্ত  (প্রতি চরণে মাত্রা  ১৪)
কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে