পাহাড়টাকে বলতে বলে নদী
সৃষ্টি কথা জানতে নিরবধি,
কে শোনাবে নদীর কলকল?
বধির মনে নানান রকম ছল!


কে দেখাবে উষ্ণ ঝর্ণা ধারা?
অন্ধগুলোইসবঅকাজেএকশ ছন্নছাড়া!
পথ দেখেনা সেইতো পথের আগে
যেজানে তার মুখবন্ধ রাষ্ট্রপতির ভাগে!


ছল জানেনা,বন্দী সেই এমন ছলে
ছলেকলে পূর্ণরায়ে নানান কথা বলে!
মিথ্যাটাকে রাঙায় এমন রঙে
সত্য যেন সেজেছে আজ সঙে!


চায়ের কাপে ঝড় উঠে যায় রোজ
ঝড়ে ভাঙার কেউ রাখেনা খোঁজ!
দর্পগুলোই সর্প দংশন করে
ওঝারা তবে  ঘুমায় কেমন করে?