নিজেকে সাজাতে পারিনি মনের মত করে
কেউ একজন কিনে নিয়ে রেখেছে বস্তায় ভরে
যতবার মাথা উঁচু করে দাঁড়াতে গিয়েছি
পারিনি, থাকতে হয়েছে মাথা নত করে
বিবেকের জ্বালায় স্বকীয়তা গেছে মরে
দ্রোহ বিদ্রোহ অব্যক্ত ভাষা
বোবা মনে রয়ে গেছে
দু:খ বেদনায় ভরপুর এক মহাকাব্য লিখে।


রচনাকাল
১০.০১.২১