ভুল যদি কর তুমি
দিতে হবে ঢের মাশুল,
গুনে গুনে সুধে আসলে
প্রকৃতি নিবে তার উশুল।
জীবন তোমার ছোট্ট অতি
ব্যাপ্তি যে তার চারিধার,
বিধাতা তোমায় দিয়েছেন জ্ঞান
হিসাব কসে পা ফেলিবার।
তুচ্ছ লোভের অনৈতিক মোহে
যদি কর নিজেকে সোপর্দ,
তাহলে তুমি পরাজিত সৈনিক
সাধের জীবন হবে দুর্ভেদ্য।
কিসের লোভে কিসের তরে
নিবে এই আত্মঘাতী সিদ্ধান্ত?
ভেবেছ কি গভীর অতলে
জীবন সে তো নয় অনন্ত।
লোভ লালসা ঝেরে ফেলে
যদি হও সামনে আগুয়ান,
মরেও তুমি অমর হবে
যুগে যুগে রবে মহিয়ান।
মানুষ তুমি, সৃষ্টির সেরা
কেন বিকাবে অধমের কাছে?
থাকবে অটল ন্যায়ের পথে
নিন্দুক যতই বলুক পিছে।
জন্ম নিলে মরবে জেনো
মরণ যেন হয় একবার,
মাতা মাতৃভূমি মায়ের ভাষা
তাদের ঋণ নয় শোধাবার।
এক জীবনেই যেতে হবে
তোমাকে যে অনেক দূর,
দিতে হবে পারি ভবে
তের নদী সাত সমুদ্দুর।