অষ্টাদশী এক পাহাড়ি কন্যা
বাহারি রঙে সেজেছে ভারী,
রাঙামাটির রাঙা রোদে
কাঁখে কলসি ভরা তাড়ি।
দু'হাত উঁচিয়ে ডাকছে,
ডাক শুনে মোর থামলো গাড়ি।
খেয়ে যা বাবু, খেয়ে যা,
আজকে এনেছি সাচ্চা মাল,
এক চুমুকেই পারবি দিতে  
আকাশ পাড়ি।
রাজা হয়ে যাবি, রাজা!
তোকে ঘিরে নৃত্য করবে
হাজারো পরী।
মনে মনে বললাম,
চাইনা চাইনা হাজারো পরী,
তুই শুধু আমারই
হয়ে যা সুন্দরী।
নিয়ে নিবো তোর সবটুকু তাড়ি
হাতটি ধরে চলনা আমার বাড়ি।
রানী করে রাখবো তোকে, রানী।
হীরের টিকলি, মুক্তোর মালা
আর হাতে পড়াবো সোনার চুড়ি।
দে পাহাড়ি ঢেলে দে,
কলসি শুদ্ধো ঢেলে দে তোর রস,
আজকে নিবো সাচ্চা রসের যশ
নেশার সুতোয় বেঁধে তোকে
বানাবো আজ ঘুড়ি,
লাটাই হাতে কেমন নাচাই
দেখবি কুমারী!!


১৫ ডিসেম্বর ২০১৯
মোহাম্মদপুর, ঢাকা।