আমি এক আহত পাখি
আয়ুর বলে বেঁচে থাকি,
আচমকা ঝড়ের হানায়
পালক ভাঙা ডানায়;
মৃত্যু করে নিত্য ডাকাডাকি।
অনেক অনেক ছিল সাথী
সারাদিন রয়েছি খেলায় মাতি,
খবর একটু নিলোনা
জানাতে কেউ এলোনা;  
সমবেদনা আর বন্ধু প্রীতি।
খুব কাছের বন্ধুটিও আজ
দিনরাত ব্যস্ত শুধু কাজ,
আমায় একটু সময়
দিতে তার বোধহয়;
মাথায় পরে বুঝি বাজ।
তোমার যেদিন ভাঙবে পাখা
সেদিন তুমি বুঝবে সখা,
কত জ্বালা যন্ত্রনা
কত ব্যাথা বেদনা;
একা একা পরে থাকা।
জানিনা চলে যাবো কবে
তুমি হয়তো রয়ে যাবে,
সেদিন ওগো তোমার
লাগিয়ে জানালা দুয়ার;
শুধু নিঃশব্দ ক্রন্দন হবে।


১৪ ডিসেম্বর ২০১৯
মোহাম্মদপুর, ঢাকা।