তুই যদি চাস আকাশ হব
পাহাড় নদী সাগর হব!
তেপান্তরের মাঠ পেরিয়ে
অনেক দূরের পথ ছাড়িয়ে -
হারিয়ে যাব, হারিয়ে যাব!!


তুই যদি চাস বৃষ্টি হব
শ্রাবণধারার নূপুর হব!
তোর উঠোনের টিনের চালায়
মধুর সুরে বাজিয়ে সানাই -
গান শোনাব, গান শোনাব!!


তুই যদি চাস সন্ধ্যা হব
সকাল দুপুর রাত্রি হব!
আকাশ-ভরা তারার মেলায়
আলোয় ভরা চাঁদ-জোছনায়
উড়াল দেব, উড়াল দেব!!


তুই যদি চাস পুষ্প হব
গোলাপ-কলির গন্ধ হব!
রঙধনুর ওই রঙটি মেখে
সাতটি সুরের স্বপ্ন এঁকে -
মাতাল হব, মাতাল হব!!


(রূপকথার এক রাজকুমার
সাত সাগর ও নদ তেরটি
পেরিয়ে যেমন এনেছিল
রাজকুমারীর জীয়নকাঠি!)


তুই যদি চাস কুমার হব
পাতালপুরীর খোঁজেই যাব!
ভালবাসার গল্প-গাথায়
ইতিহাসের অমর পাতায় -
নাম লিখাব, নাম লিখাব!!