আমি অতি নগণ্য তোমাদের পৃথিবীতে তবু নাকি কারো কৌতূহল জাগে
মাঝে মাঝে আমাকেই নিয়ে ভালোলাগার ধোঁকায় ভালোবাসার ধোঁকায়
পড়ে আছি তোমাদের দিয়ে যাবো আমার কি আছে ঐশ্বর্য? না না আমার
বলতে নেই কিছু জেনে রেখো এই তবে দর্শন আমার ধৈর্য্য!ঔদার্য!ঐ
প্রেমিকের প্রতি যে আমি না চাইতেই দিয়েছে জীবন আমায় তবু ভালোবেসে
আমি তো অন্ধ তাই প্রেমিকের প্রতি!প্রেমের জন্য তোমরাও অন্ধ
হয়ে যাও না কি? তোমরাও অজস্র কথামালার কবিতা সাজাও না কি?
তোমাদের প্রেমাস্পদের চোখের সৌন্দর্যে মুগ্ধ কলম হঠাৎ পাগলের মতো
প্রলাপী হয়ে ওঠে না কি?
তোমরাও ভালোবাসো না কি যারা প্রশংসা করে প্রেয়সীর
ঘৃণা করো না কি যারা গালমন্দ করে তোমার প্রিয়তমকে?
ক্লান্ত হবে যে শুধু ঘাটতে এসো না এ তৃপ্ত প্রশান্ত হৃদয় আমি পেশ করেছি
সেই মহাপ্রেমিকের পায়ে আর তাঁর প্রেমে পেয়েছি খুঁজে আমি অনন্ত প্রেমের মানবতা
যেখানে কেউ বঞ্চিত হয় না হতে পারে না....
আমার সব কিছু তাঁকে ঘিরে দুঃখিত আমার দুঃখ তুমি পাবে না খুঁজে জানে অন্তর্যামী!
ময়ূর বৃষভ ছাগল শৃগাল কোকিল ঘোড়া ও হাতি এমন কি কাকের কর্কশেও খুঁজে পাই
প্রেমের আহবান আমি!
আমার দ্রোহ ঘৃণা আশা হতাশা চাওয়া পাওয়া বিলাপ যা কিছু দেখো শোনো
আর পড়ো জেনে নিও সব তাহা প্রেম!
আমার দর্শনে প্রেম মানে শান্তি ছাড়া কিছু নেই দেখো চোখ দুটো বুঁজে
খুঁজে পাবে আসমানী হেম  ....