আমরা মরে যাবো যে মহাসত্যে আমাদের চিরসাথী তাকে
হিংসে করার কী আছে? ভয় পাবারই বা কী আছে? আর
মৃত্যুকে চেখে নেব জীবনের স্বাদের ভেতর অমৃতের মতন
শীতল শরবতের মতন পান করে নেব যখন জীবনে তৃষ্ণা
প্রচন্ড মিথ্যার দাবদাহ হয়ে ওঠে অনিবার্য মুক্তিতে কাতর
মিথ্যের জগদ্দল পাথর সরিয়ে বেরিয়ে আসব ঐ আর্তের
বন্দী অন্ধ গুহা হতে একে একে টেনে টেনে মহাসত্যের
রশি ধরে তুলে আনব সব নির্যাতিত আত্মার দেহ বুকে
সত্যের সে স্ফুলিঙ্গ ছিটকে দেব অপেক্ষার বিস্ফোরণ্মুখে
মরতে হবে তাই মৃত্যুকে আহবান করারই বা কী আছে?
যে মহাসত্যেকে আমরা রেখেছি চোখে অতি যত্নে ভরে
সব মিথ্যার মৃত্যুর জন্য সাজাব জীবন মহাআতংক করে!