আজ বাক রুদ্ধ আমি
একা, স্বপ্নের পৈশাচিক যন্ত্রনা
কেউ একলা ছেড়ে দেওয়া ছাড়া
হয়না স্বপ্ন পথের যাত্রী, হচ্ছি পথহারা।


চলেনা কেউ হয়না কেউ
পারব আমি সব থেকে সেরা
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা
তার পরেও হীনমন্যতা, দীনতা।


কুরে কুরে খাচ্ছে, বয়স বাড়ছে
দেখা মেলেনা স্বপ্নচারিতা
আমার ও যে ইচ্ছে করে
কারো হাতে বিশ্বাস ও স্বপ্নকে
দিতে সোপর্দ করে, খুঁজে ফিরি
একটি হাতের অপেক্ষায় যে
স্বপ্নের সারথি হয়ে রবে পাশে ।


#একজন_স্বপ্নসারথির_খুঁজে