একটি কবিতা লিখব অসহায় গরীব দুখীদেরকে নিয়ে,
স্মার্টফোনটা হাতে বেশ ভাবুক মনে বসি।
আন্তঃনগর ট্রেন চমৎকার ছন্দ তুলে ছুটে চলছে।
মেজাজটা আজ অসাধারণ ফুরফুরে
চমৎকার কিছু ছন্দমালা ভাবনার আকাশে
ঘুরঘুর করছে,
এমন সময় কানের কাছে
একজন পঙ্গু লোকের বেদনার্ত চিৎকার ভেসে আসে-
'বাবা, এই পঙ্গু অসহায়টাকে কিছু সাহায্য করেন,
আয় রোজগার করার মতো কেউ নেই আমার,
বহু কষ্টে বেঁচে আছি;
আমাকে কিছু সাহায্য করেন, বাবা।'
আমার কবিতার ছন্দটা এসেও আসলো না
ফকিরের চিৎকারে।
সহসা মেজাজটা চটকে গেল।
এতো মানুষের সামনে একটা ধমকও দেওয়া গেল না।
গবেটটা ভাবটাই নষ্ট করে দিল।
আহ্! কী চমৎকার একটি ছন্দ মনে এসেও এলো না।