অন্যের দোষ খুঁজে খুঁজে হয়েছি পেরেশান
নিজের দোষের প্রতি নেই কোন ভ্রুক্ষেপ।
তাইতো আত্মশুদ্ধির পাখি কেঁদে মরে পথে
এ জীবনে আজ শুধু কলঙ্কের প্রলেপ।
অপরের দোষ নিয়ে গভীর গবেষণা করে
বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় লিখিয়েছি নাম।
আমারো যে আছে দোষ বেমালুম ভুলে গেছি
দোষের নদীর তটে গড়েছি ক্ষণিকের ধাম।
পারস্পরিক দোষচর্চায় নষ্ট করেছি সমাজ
মধুর ভাষায় চাইনি করতে তার মেরামত।
ভালোর দিকে মানুষকে উদ্বুদ্ধ করিনি কখনো
বাঁকা বাঁকা পাকা কথায় নষ্ট করেছি হিম্মত।
অন্তরের চক্ষু মেলে দেখি আমি তো নির্দোষ নয়
আত্মশুদ্ধির মেহেনত সভ্যতার বিরাট এক জয়।