তুমি পাকা ঘরে থেকে করো বৃষ্টি উপভোগ,
সে কুঁড়েঘরে বসে পোহায় চরম দুর্ভোগ।
তুমি এক কাপ ধোঁয়া ওঠা চা নিয়ে বারান্দায় বসো,
জানালার গ্রিল ধরে বাহিরে রাখো চোখ;
আর ক্ষণিক বাদে বাদে
সেই চায়ে দাও আয়েশী চুমুক।
আর ওদিকে সে জীবন বাঁচাতেই ব্যতিব্যস্ত;
ছনে ছাওয়া চাল দিয়ে গলগল করে
বৃষ্টির জল পড়ে।
তার হাঁড়ি, থালা, বাটি, বোল
বৃষ্টির পানি থেকে বাঁচবার দারুণ সম্বল।
বর্ষার বৃষ্টিতে চারদিকে যখন রিমঝিম শব্দ,
আর মনে মনে জাগে কবি কবি ভাব-
ঠিক সে সময়ে তার ঘরে
খাদ্যের ভীষণ অভাব।