তোমার অজস্র সুখ হতে একটুখানি সুখ
বিলিয়ে দিলে দেখবে হে সহস্র হাসিমুখ।
হাজারো উদ্বাস্তু মানুষ ঘরে ফিরে যাবে
বিচলিত শঙ্কিত হৃদয় স্বস্তি ফিরে পাবে।


সুখ হলো আপেক্ষিক, সে যে অনুভবে রয়,
সুখ সম্পদের মালিকানার মুখাপেক্ষী নয়।
মানুষকে ভালোবেসে দাঁড়াও হে পাশে
দেখবে, সুখ স্বর্গ হতে ভেসে ভেসে আসে।


মুখে হাসি নিয়ে কথা বলো অকপট মনে
ফুলের গন্ধে আকুল করো সাধারণ জনে।
দিনে দিনে বয়স বাড়ে কমে যায় আয়ু,
একদিন সহসা বেরিয়ে যাবে প্রাণ রূপ বায়ু।


নিচু মানসিকতা ছাড়ো, এ যে বড় ত্রুটি,
বিদ্বেষী ভাবনাগুলোর দিয়ে দাও ছুটি।
আকাশের মতো বড় হও সততার পথ ধরে
বৃষ্টির মতো ব্যাপক হও মানবতার তরে।