তোমরা যখন শহরের বস্তিগুলোকে
দাউ দাউ করা আগুনে জ্বলতে দেখো,
আমি সে আগুনে কয়েকটি অদৃশ্য হাতের
আলু পুড়ে খাওয়ার দৃশ্য দেখি।
তোমরা যখন ফায়ার সার্ভিসের
আগুন নিভানোর তড়িঘড়ি দেখো,
আমি তখন নামিদামি কফি হাউজে
কয়েকজন ভদ্রলোকের
শোরগোল হাসাহাসি আড্ডা দেখি।
তোমরা যখন নগরীর জলাবদ্ধতায়
বিধ্বস্ত জনজীবনের চিত্র দেখো,
আমি তখন সুইস ব্যাংকের প্রাঙ্গনে
কয়েকজন লোকের আনাগোনা দেখি।
তোমরা যখন কয়েকজন সজ্জিত পাহারাদারের
সজাগ বিচরণ দেখো,
আমি তখন কয়েকটি চোরকে
নির্ভয়ে হাসিমুখে পালিয়ে যেতে দেখি।
তোমরা যখন প্রখ্যাত দেশপ্রেমিকদের
জ্বালাময়ী ভাষণ শুনো,
আমি তখন কয়েকজন দালালের
ফিসফিস করে কথা বলার শব্দ শুনি।