দুঃখ আমাদের নিত্যসঙ্গী এইখানে,
আর ক্ষুধা, সে তো পরীক্ষিত বান্ধব।
এদের নিয়েই চলছে জীবন সুন্দর,
পৃথিবীকে বেশ করছি অনুভব।
জীবনে যতই আকাল নেমে আসুক,
রাহুগণ যতই ভয়ঙ্কর হাসি হাসুক,
বন্ধুরা সব শরতের শিশির হয়ে
দূর সুদূরে পালিয়ে যায় যাক,
কিন্তু ক্ষুধা এবং দুঃখ সারথিদ্বয়
শক্তি যোগায় জাপটে ধরে বুকে।
সুখ আশাকে দিয়ে ফেলেছি ছুটি,
ভিক্ষুক হয়ে আর খুঁজি না রুটি।
আর ক'দিনই বা আছি বেঁচে এ ধরায়!
কেউ আছে, কেউ নেই- কিবা আসে যায়!
দুঃখের দিনে দুই সারথি তো আছেই,
বিশ্বাস রেখে মরণের বড় আশা।