জীবনে কান্না আছে বলে দুঃখ পেয়ো না।
চেয়ে দেখো আকাশও কাঁদে।
যখন বর্ষা আসে
কী কালিমাখা মেঘে আকাশ ছেয়ে যায়!
গুড়ুম গুড়ুম ডাকে চিৎকার করে
অঝোর ধারায় কাঁদে আকাশটা।
তারপর, দেখো-
কী কারিশমা!
আকাশের সেই কান্নায়
পৃথিবী আবার কিভাবে সরস হয়ে ওঠে;
মৃত্তিকা ভেদ করে জেগে উঠে অজস্র ফসল,
ঘাস, লতাপাতা, তরু-
সবুজের চাদর গায়ে জড়ায় পুরো পৃথিবী।
ঠিক তেমনি,
বলতে পারি হাত রেখে এ বুকে,
তোমার একটু ত্যাগ, একটু কষ্ট
হাসি ফুটাতে পারে সহস্র মুখে।