মুসাফির, বড় রহস্যময় এ ক্ষিতি,
পরিবর্তনের ইচ্ছারা দৃঢ় না হলে
এই খামখেয়ালি জীবনের ঘটবে না ইতি।
দেখো না, কত মৃত মানুষের দল!
লাল নীল সুখলাভে আমৃত্যু চঞ্চল।
চোখে দেখে মুখে বলে
হাত পা ঠিক চলে
শ্বাস-প্রশ্বাস জারি আছে
বুকেতে হৃৎপিণ্ড নাচে
শুধু মরে গেছে নিরপেক্ষ ভালো মন্দ বোধ।


তুমিও দেখি সে পথেই দিলে হাঁটা!
অন্যায় কিংবা অসুন্দরের আহ্বানে
দৃঢ় চিত্তে তোমার না বলাটা
আজকাল দেখি, হায়,
হৃদয়ে এসেও ফিরে যেতে চায়।


জানি, তুমি এখনো বখে যাও নি,
শুধু চারিদিকে দাউ দাউ করে যে আগুন জ্বলছে
তা থেকে বেঁচে থাকার ইচ্ছারা ধীরে ধীরে মারা পড়ছে।


হে মুসাফির, এখনই সময় ফিরাও তোমার মতি,
পরিবর্তনের ইচ্ছাদের দৃঢ় করে করে
এই খামখেয়ালি জীবনের ঘটাও ইতি।