আমাদের মধ্যে সৃষ্টি হোক মানার যোগ্যতা,
দুনিয়ার সংখ্যাগুরু মানুষ যখন আমিত্বের তত্ত্বে সক্রীয়,
নিজের যতটুকু জানা তার মধ্যেই সীমাবদ্ধ,
কী ভুল কী শুদ্ধ জানার ফুসরত নেই,
নিজের গণ্ডির বাইরের সব কিছুকে ভুল মনে করে,
অজ্ঞতাকে সামাল দেয় নিজের একরোখা সিদ্ধান্তে,
কী বলেছে তা গৌণ, কে বলেছে তাই মুখ্য,
সুন্দরকে কুৎসিতের তোকমা দিতে আর
কুৎসিতকে সৌন্দর্যের আভরণে মোড়াতে ব্যস্ত,
মুখ ফসকেই হোক একবার যা বলেছে তাই যেন স্বতঃসিদ্ধ সত্য
তা নিয়েই চলছে বিতর্ক,
একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, রক্তক্ষয়ী সংঘর্ষ,
ঠিক সে সময়ে এসে আমাদের বোধোদয় হোক
সৃষ্টি হোক সত্যকে বরণ করার সীমাহীন যোগ্যতা!


ভয় কী, বন্ধু! লালকে লাল আর কালোকে কালো বলতে কীসের এতো ইতস্ততা?
নিজের সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে এসো না সত্যকে মেনে নেই,
আলিঙ্গন করি সৌন্দর্যকে, নিজের ভুলকে স্বীকার করে নেই হাসিমুখে,
অহেতুক চক্ষুলজ্জার পরিসমাপ্তি ঘটাই নিজ হাতে,
সহনশীলতার পরিবেশ সৃষ্টির পথ মসৃণ করি,
পাথরে ফুল না ফুটলেও আগুন ধরানোর প্রচেষ্টাকে রোধ করি,
ঘুমন্ত বিবেকবোধকে জাগ্রত করি, চেতনার দুর্ভিক্ষের মেরামত করে ভাবনার দিগন্ত উম্মুক্ত করি।


সূর্যের তেজদীপ্ত আলোকরশ্মি হতে, চাঁদের কোমল আলিঙ্গন হতে, ফুলের উৎফুল্ল করা সুবাস হতে, এসো বন্ধু, কিছু মেখে নেই নিজদের গায়ে,
অহিংস ভালোবাসার অমূল্য আতর মেখে
কপালের কালিকালো অন্ধকার দূরীভূত করি।