বোধের দ্বারে যখন পড়ে যায় তালা,
জগতের সব লোকে মনে হয়ে কালা।
তাচ্ছিল্য প্রকাশ পায় কথায় কথায়,
আপনারে মনে হয়ে সাধুর শাখায়।
কদমে কদমে ধরে মানুষের ভুল,
বিশৃংখল করে তুলে জগতের কূল।
তামাশায় ভরে ওঠে জীবনের খেলা,
পরশ্রীকাতরতায় কাটে সারা বেলা।


এহেন মানুষে আজ ভরেছে জগত,
দিকে দিকে সৃজে তারা বাঁকা বাঁকা পথ।
সেই পথে হেঁটে যদি পথ চলো তুমি,
তোমার জীবন হবে পাথরের ভূমি।
আবাদ হবে না সেথা ফুল ও ফসল,
সাপ বিচ্ছু পোকা সেথা বেধে রবে দল।
ফিরে এসো বন্ধুবর ফিরে এসো সবে,
শান্তির বার্তা ফিরুক আমাদের ভবে।