গাঁয়ের মাটি ডাকছে সেথায়
আয় কে কে ভাই যাবি,  
পাতার বাঁশির গান শুনাবো  
ঘাসের ঘ্রাণও পাবি!


টুনটুনিদের নাচ দেখাবো
দোয়েল পাখির ভিড়ে,
অবাক হয়ে শিল্প দেখবি
বাবুই পাখির নীড়ে।


পাদুকাদ্বয় রাখবি খুলে
হাঁটবি খালি পায়ে,
দখিন দিকের শীতল বাতাস
মাখবি সুখে গায়ে।


ধানের ক্ষেতের ঢেউ দেখে ভাই
বাজবে প্রীতির ঘন্টা,
চোখের ক্ষুধা মিটে যাবে
নেচে ওঠবে মনটা।


শিশির ভেজা দূর্বা ঘাসে  
দেখবি রোদের হাসি,
হাজার রূপের দাওয়াত দিলাম
আমরা গেরামবাসী।