জীবনের চাষভূমে জলের অভাব
চৌচির হয়েছে মাটি ভীষণ খরায়,
ফসলের চারাদের মরো মরো ভাব
ফলজ গাছগুলোর প্রাণ যায় যায়।
আশপাশ চারদিক শুকিয়েছে কবে
সেইদিকে কারো কোনো নেই যে ভ্রুক্ষেপ,
মানবসৃষ্ট দুর্যোগ তাড়া করে ভবে
ভয়াল আত্মতুষ্টির ফেলেছে প্রলেপ।


এহেন উদ্যমহীন আর কত বল্!
মুষ্টিবদ্ধ হাতে হাতে নে দীপ্ত শপথ,
জীবনের চাষভূমে ফলাবো ফসল
জলের এই আকাল করবো হে রদ।
মেঘ আর নদী হতে জল নিয়ে ধার,
ফলাবো নানা জাতের ফসল আবার।