জন্মদিনের বন্দনাতে
লইছি যে নাম তাঁর,  
অন্তর থেকে করছি দোয়া
দরবারে আল্লাহর।


মহানায়ক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের স্থপতি
তিনি বাংলার প্রাণ।


এই না দেশের আকাশ বাতাস
এই না দেশের মাটি,
তাঁর ছোঁয়াতেই হলো যেন
শান্ত-শীতল পাটি।


শ্রম দিয়েছেন, ঘাম দিয়েছেন
জেল খেটেছেন কত,
অত্যাচারীর খড়গ মুখেও
লক্ষ্যে ছিলেন রত।


স্বপ্ন ছিল সার্বভৌম
একটি স্বাধীন দেশ,
নিপীড়ন আর ক্ষুধামুক্ত
সোনার বাংলাদেশ।


স্বাধীনতার পরেও তিনি
ক্ষান্তি দেননি তাতে,
স্বনির্ভর এক রাষ্ট্র গড়ার
উদ্যোগ নেন হাতে।


যতকাল আছে বাংলা ভাষা
আর বাঙালি জাতি,
আসন গেড়ে থাকবেন তিনি
ছড়িয়ে আলোর ভাতি।