সময়ের উৎপাদনশীলতা কমে যাচ্ছে ব্যাপক হারে,
অনুৎপাদনশীল খাতে সময়ের বিনিয়োগ বাড়ছে
দুনিয়ার প্রান্তে পান্তে,
নিকৃষ্ট কিংবা খামখেয়ালিপূর্ণ কার্যকলাপে অংশগ্রহণকারীর সংখ্যাটা এখন আশঙ্কাজনক।
সময়ের স্রোত নিরন্তর বেগে ছুটে চলছে
সেদিকে ভ্রুক্ষেপ নেই কোটি কোটি মানুষের।
ঘণ্টার পর ঘণ্টা সময় এমন কাজে ব্যয় হয়
যার কোন মূল্য নেই গুরুত্বের মাপকাঠিতে।
সমষ্টিগতভাবে অগণিত মানুষ আজ
সময় ধ্বংসের সাথে জড়িত অঙ্গাঙ্গিভাবে।
অলসতা এখন জাতীয় এবং আন্তর্জাতিক ব্যাধি
এই ব্যাধি থেকে মুক্তি এখন কালের সংপ্রশ্ন।