বিছানায় শুয়ে মর্দ পড়তে বসে,
টেবিলে বসে মর্দ ঘুমিয়ে পড়ে।
খাওয়ার সময়ও হাত চলে ঢের
টুংটাং আওয়াজে তার স্বপ্ন ঝরে।


সারাটা দিন জ্বলে সবুজ বাতি
মায়ের ডাক শুনে রাগ বেড়ে যায়,
বাবার কথাগুলো টক টক লাগে
বিদ্রোহী অনুভূতি ভাষা পেতে চায়।


রাত কাটে জেগে জেগে নিদ্রাবিহীন
আচমকা হুঁশ ফিরে রাত বাজে চার,
অগত্যা ঘুমাতে গিয়ে কাঁথা মুড়ি দেয়
ঠিক দুপুরে ওঠে, আজব ব্যাপার!


এভাবেই চলে দিন ছন্দবিহীন
অলসতা মস্তিষ্ক কুরে কুরে খায়,
তারুণ্যের আকাশে আজ বড় দুর্দিন
কর্মহীন মহাব্যস্ততা, কী হবে হায়!