কবি!
ভাষার সৌন্দর্যকে মাড়িয়ে
কবিতা কি সুন্দর হতে পারে?
কেন খাম খেয়ালির ছলে
ভাষার সৌন্দর্যকে দু'পায়ে যাও দলে
ভাষার চোখে নীরবে যে অশ্রু ঝরে
পড়ে না কি তব নজরে?


আধুনিকতার দোহাই দিয়ে কী লাভ কবি!
পড়ে দেখো রবীন্দ্রনাথ, নজরুল, বুদ্ধদেব বসু,
জসীম উদদীন, সুফিয়া কামাল, জীবনানন্দ দাস,
আরো যারা করে গেছেন বাংলা ভাষার চাষ-
ভাষাগত শুদ্ধতায় যেন এক একটি প্রস্ফুটিত কমল।


কেন কবি?
বানানের প্রতি তোমার এতো উদাসীন ভাব?
জানি, ব্যাকরণ নয়, ভাষাই আগে।
তবে বানানের শুদ্ধতা কি ভাষার বাইরে?
বিশুদ্ধ বাক্যগঠন কি নিষ্প্রয়োজন?
অশুদ্ধ বানান আর বাক্য
সাহিত্যকে করে
নিষ্প্রভ।