কোলা ব্যাঙ রে, ও কোলা ব্যাঙ, একটুখানি থাম-
বাংলাদেশের গ্রামে-গঞ্জে তোদের আর কী নাম?
"নাম আমাদের অনেক আছে সব যে বলার নয়,
কেউ সোনা ব্যাঙ, কেউ হোলা ব্যাঙ, কেউ ভাউয়া ব্যাঙ কয়।"


বল তো শুনি বর্ষায় তোদের এতো উচ্ছ্বাস ক্যান;
গাল ফুলিয়ে খুব চেঁচিয়ে ভাঙিস কেন ধ্যান।
"বর্ষা হলো রঙের উৎসব আত্মহারা হই,
বর্ষার তরে সারা বছর উৎসুক হয়ে রই।"


আচ্ছা বল তো শীতকালেতে তোরা থাকিস কই।
"মাটির আড়াল ফাঁকফোকরে চুপটি করে রই।
আবার যখন বর্ষা আসে মনে লাগে দোল,
এক লাফেতে বাইরে আসি মুখেতে রয় বোল।"


এখন বল তো, খাস কী তোরা, প্রিয় খাবার কী।
খাস কি তোরা দুধ ভাত চিড়ে পোলাও কোর্মা ঘি?
"এসব খাবার খাই না আমরা, ও দুপায়া ভাই,
মাছ সরীসৃপ পোকামাকড় গপগপা গপ খাই।"


ও কোলা ব্যাঙ, ও সোনা ব্যাঙ, শোন এ দিকে আয়-
তোদের সাথে দোস্তি পাতবো দিস যদি রে সায়।
ঘ্যাঙর ঘ্যাঙর ডেকে আমার মনটি করলি জয়,
এখন তোদের ভালোবাসি, আগে পেতাম ভয়।