কোনো একদিন হঠাৎ করে আমিও যাব চলে,
খুব সহজে মিশে যাবো মৃত লোকদের দলে।
চোখের ভাষা, মুখের ভাষা কেউ আর বুঝবে না যে,
হৃদয়ে পোষা সকল আশা ভঙ্গ হবে খুব সহজে।
জমানো সব ধন সম্পদ হয়ে যাবে হাত ছাড়া,
থাকবে পড়ে সবকিছু, ভাই, আমি হব কূলহারা।
আমি মরলে মানুষগুলো হাসবে নাকি কাঁদবে,
মরার পরে ওরা আমায় কদিন মনে রাখবে!
সেই কথাটিই ভেবে ভেবে বন্ধ হলো জব,
সহসা বিবেক বলে, "মরার আগেই টের পাবে সব।
তোমার চলন, তোমার বলন, তোমার সকল কীর্তি,
নাম কিংবা দুর্নাম হয়ে হানবে আঘাত ফিরতি।
তুমি যদি তোমার জীবন সুন্দর করে গড়ো,
মানুষের মতো মানুষ হয়ে ভালো কর্ম করো,
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঘুচো মনের কালো,
আর যদি জ্বালতে পারো প্রভাত রবির আলো,
মানুষ তোমায় বাসবে ভালো হৃদয় গহীন হতে,
ধন্য হবে তোমার জীবন এই ধরণীর তটে।