অসহিষ্ণুতার পারদ বাড়ছে হুড় হুড় করে,
এক অনিশ্চিত গন্তব্যের পথে ধাবমান
আমাদের আগামী দিনের সভ্য জীবন।
পারস্পরিক শ্রদ্ধাবোধ মরে যাচ্ছে পৃথিবীর প্রান্তে প্রান্তে,
সৃষ্টি হচ্ছে এক ভয়ঙ্কর গোলক ধাঁধা,
যা থেকে বেরিয়ে আসতে পোহাতে হবে হাজারো ক্রান্তিকাল।
মানুষের রক্তে লাল হচ্ছে অগণিত হন্তারকের হাত,
গোলা বারুদের গন্ধে স্নিগ্ধতা হারাচ্ছে সজীব প্রকৃতি।
মানব দানব, যন্ত্র দানব কিংবা তত্ত্ব দানবের খামচায়
তিলে তিলে মৃত্যুমুখে পতিত হচ্ছে এক একটি মানুষ।
বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব নিচ্ছে সহিংসতার রূপ,
কিঞ্চিত পরিমাণ ছাড় দিতে কেউ প্রস্তুত নয় আজকাল।
নিজেদের বিচ্যুতিগুলো থাকে দৃষ্টির অন্তরালে,
অপরের বিচ্যুতিগুলো ফলাও করে প্রচারিত হয়।
স্বেচ্ছাচারিতা হচ্ছে গণতন্ত্রের স্থলাভিষিক্ত,
জবরদস্তির নীতিমালা এখন সিংহাসনের রক্ষাকবচ।
অন্যায় অনিয়ম পাচ্ছে রাজকীয় ছত্রছায়া,
ভুল সমীকরণ শুদ্ধি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে প্রতি নিয়ত।
ধ্বংস, ধ্বংস খুব দ্রুত ধেয়ে আসছে আমাদের দিকে,
ক্রান্তিকাল, সভ্যতার এক কঠিন ক্রান্তিকাল পার করছি আমরা,
এক একটি ভুল সিদ্ধান্ত যন্ত্রণা বৃদ্ধির এক একটি বড় কারণ।