বন্ধু! মজলুমের বদদোয়া হতে বাঁচিও,
কেননা মজলুমের বদদোয়া
এ মাটির পৃথিবী ছেড়ে
আকাশ বাতাস ফেড়ে
মহাপরাক্রান্ত স্রষ্টার দরবারে
খুব সহজেই পৌঁছে যায়।


অসহায়ের আহ্ শব্দ শুনে
মুখ বাঁকিয়ে ঘাড় ঘুরিয়ে
ভ্রু কুঁচকে পালিয়ে যেও না।
দেখে অবুঝ মনের বারবার পীড়াপীড়ি
হারিয়ে ফেলো না মুখের ভাষার শ্রী
চোখ রাঙিয়ে ধমক দিয়ে বসিয়ে দিও না।


নিজের কাছে যা কিছু আছে তার
একটি অংশ অসহায়কে
দিও হে উপহার।
ব্যবহারে তুমি হয়ো না, বন্ধু, কড়া,
ভালো ব্যবহার মূল্য রাখে চড়া।