মন মগজের দখল নিয়েছে ভূতে
গা ভাসিয়ে চলছে ভুলের স্রোতে।
যেমন খুশি চলছে তেমন করে
ন্যায় নীতির বালাই তুচ্ছ করে।
কোটি কোটি লোক ঘরে ঘরে পথে
মানুষ পাবে জন দশেক শতে।
ভাবটা এমন যেন সে শুদ্ধোদন
হাতছানিতে ডেকে আনছে মরণ।
বকলম ঘুরে মহাপণ্ডিত সেজে,
আবর্জনায় নোংরা করে মেঝে।
দেশ ও দশের পায়ে কুড়াল মারে,
কপট ভাষণের ছন্দ হৃদয় কাড়ে।
নিজের বেলায় বুঝে ষোল আনা
অন্যের বেলায় বধির বোবা কানা।
খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজে মানুষের দোষ
সুযোগ পেলেই ঝাড়ে পূর্ণ রোষ।
এহেন লোকেই ভরে গেছে ধরা
তাইতো আজ মানবতার এতো খরা।