সন্ধ্যা যখন নেমে আসে আঁধার আসে ঘিরে,
পশুপাখি সবাই ফিরে মানুষ ফিরে নীড়ে।
সারা দিনের কর্মে ব্যস্ত ক্লান্ত শরীরখানা,
বিছানাতে গা এলিয়ে বিশ্রাম চায় টানা।


কত স্বপ্ন মনের ভিতর বিশাল আকাশ জুড়ে,
মন মাঝিটা বৈঠা নিয়ে সাত সমুদ্র ঘুরে।
ভাবনা মাফিক সব মানুষের কাজের ঘোড়া ছুটে,
মন বিবেকের দ্বন্দ্বে শেষে যে যা পারে লুটে।


দিনের পরে রাত্র আসে বছর ঘুরে চলে,
যে জন যেমন তেমন করেই কাটায় জীবন ছলে।
দুঃসময়ের কঠিন ফেরে কাটে দিবস নিশি,
সৎ মানুষের সঙ্গ পেয়ে কেউ হয়ে যায় ঋষি।


লক্ষ্যবিহীন চলছে জীবন লোভের ভারে সারা,
সময়নদী যাচ্ছে বয়ে কোনো হিসাব ছাড়া।
মন বিবেকের দ্বন্দ্ব হলে মনটা জিতে শেষে,
মিথ্যা বুলি আওড়ানো হয় লম্বা হাসি হেসে।


আর কতকাল চলবে এমন এবার তো হও ভালো,
উপর থেকে আসছে দেখো নক্ষত্রের আলো।
প্রতিদিনের সন্ধ্যা বেলায় ফিরবে যখন ঘরে,
গেল দিনের হিসাব নিবে বিবেক বুকে ধরে।