ক্ষণিকের এই জগৎ মাঝে
কত বিচ্ছেদ, কত ব্যথা!
হৃদয় ভাঙা খুব স্বাভাবিক
কত সহজ একটি কথা!    


ঊনিশ বিশের বিভাজনে
সবার মনে বিশের চাহাত,
কেউ জিতে আর কেউ হেরে যায়
কারো গালে পড়ে বাঁ-হাত।


পুরো জীবন এক আলেখ্য
কত গল্প সেথায় লেখা!
একলা ঘরে বসি যখন
ভেসে ওঠে স্মৃতির রেখা।


স্বার্থের দ্বন্দ্বে জগদ্বাসী
হামেশা হয় বহুরূপী,
বন্ধু সেজে আঘাত হেনে
পালিয়ে যায় চুপিচুপি।


বহু ব্যথা বেদনা আর
বহু দিনের নানা সংশয়,
ঝুলি ভরে আছে জমে-
অভিজ্ঞতা খুব ভালো নয়।