আয়োজন ছোট হোক
সম্মান দিয়ো শতভাগ,
সাধ্যের সবটুকু উজাড় করে দিবে
স্বতঃস্ফূর্ততায়।


কাউকে ছোট করে নির্লজ্জের মতো
আর কত আনন্দ নিবে!
বড়ত্বের অসুখ হয়েছে তোমার
সেই সুখে মানুষকে যাতনা দিবে?    
কারো অযোগ্যতা কি সারা জীবন থাকে?  
পরিশ্রম ও প্রেষণায় দক্ষতা বাড়ে,
অপমান অবহেলা ভর্ৎসনার নীতি
হিতাহিতবোধ আর মনোবল কাড়ে।


সাধারণ কেউ দশভুজ নয়
স্বতঃস্ফূর্ত কর্মী দশভুজ হয়।


শাসক হয়ো না, অভিভাবক হও,  
জয় করো বাধ্যের কচিকাঁচা মন,
অচিরেই সৃষ্টি হবে স্বতঃস্ফূর্ততা
দূর হবে ভাবনার সকল কারণ।