হে পরীক্ষিত দেশপ্রেমিকদল,
মা, মাটি আর ভাষার প্রেমে
তোমরা ছিলে পাহাড়ের মতো অটল।
অত্যাচারীর শাণিত অস্ত্র খড়গ,
দেওয়ালে দেওয়ালে ঝুলিয়ে রাখা চাবুক,
গুলি ভরে তাক করে রাখা বন্দুকের নল
তোমাদের বুকে কাঁপন ধরাতে পারেনি।


ভয় আর মৃত্যুর উপত্যকায় ছিলে, জানি;
চারিদিকে ছিল অত্যাচারীর ভয়াল থাবা,
ধর মার মার কাট কাট ছিল শাসনের ভাষা,
তবুও তোমরা দমলে না;
মায়ের ভাষার জন্য জীবন বিলিয়ে দিয়ে
দেশ ও দেশের মানুষের জন্য জীবন বিলিয়ে দিয়ে
বিশ্ববাসীকে আবারো জানান দিলে
বাঙালি দুর্মর;
বাঙালির শিকড় উপড়ে ফেলা ভয়ঙ্কর কঠিন।


জানি, বীরেরা ফিরে আসেন না,
তারা সহস্র যন্ত্রণা থেকে মানবের মুক্তির পথ দেখায়।
তাই তোমরাও ফিরবে না, জানি।
কিন্তু চিরকাল বেঁচে রবে ইতিহাসের পাতায় পাতায়
আর বাঙালির অন্তরে অন্তরে।
পরকালে ভালো আছো বিশ্বাস রাখি।