অন্যায় থেকে বেঁচে থাকার
ইস্পাত কঠিন ইচ্ছাশক্তি দাও, প্রভু-
মানুষকে বরদাস্ত করার দাও ক্ষমতা;
মানুষের সাথে মিশার যোগ্যতা দাও হে,
ছোট বড় সবার প্রতি ভালোবাসায় দাও সমতা।
মানুষের যুক্তিসঙ্গত বক্তব্য শুনার
এবং আমলে নেওয়ার ধৈর্যশক্তি দাও
যদিও তা নিজের পছন্দ অপছন্দের বিরুদ্ধে যায়,
সত্যের পথে থাকার বাহ্যিক ক্ষতি দেখে
জবান এবং অন্তর যেন না করে হায় হায়।
দুখীর দুঃখ লাঘবে যেন অংশীদার হতে পারি,
সুখে দুখে বাড়াতে পারি বন্ধুত্বের হাত;
বাবুগিরি মোসাহেবি দূর করে দাও হে,
ফুলবাবু সেজে যেন না মারি নিজ জাত।
কারো উপর করুণাকারী হতে চাই না,
শুধু সুখে দুখে হতে চাই সহযোগী;
সামনে পিছনে ডানে বায়ে উপরে ও নিচে
আমার কারণে যেন কেউ না হয়
অহেতুক যন্ত্রণাভোগী।