কানে শুনে আযানের মধুমাখা সুর,
হৃদয়ের ক্লান্তি যদি হয়ে যায় দূর,
সব ছেড়ে যদি তুমি নামাযেতে যাও,
তবেই মুমিন তুমি প্রিয় জেনে নাও।


পাঁচ বেলা নামাযের এই যে বিধান,
বিশ্ব প্রভুর হুকুম কোরানের তান।
মুয়াজ্জিন সাহেবান ডাকে এক সুরে,
আযানের ধ্বনি তব চারিদিকে ঘুরে।


আদালত বসবে যবে মরণের পরে,
প্রথমে হিসাব হবে নামাযের তরে।
সেই দিন ধরা খাবে ভুল হলে ভাই,
নামায ফরজ ঠিক কোনো ছাড় নাই।


হেলায় হেলায় বহু কেটে গেছে দিন,
গোনে দেখো মাথা পরে জমা কত ঋণ!
ঝেড়ে ফেলে মুছে ফেলে সব অবহেলা,
নেকি কামাবার তরে নামো এই বেলা।


হৃদয় প্রশান্ত হবে সুখ পাবে ভালো,
ঘুচে যাবে পৃথিবীর আঁধারের কালো।
সুকুমার বৃত্তিগুলো  বিকশিত হবে,
মুঠো মুঠো ভালোবাসা পাবে এই ভবে‌।