হলুদ রাঙা পাখির ডানায় সন্ধ্যা যখন নামে
হিজলকন্যা ডাকে আমায় খোলা আকাশধামে।
পুলকপাখি মেলে মুক্ত ডানা
মানতে চায় না কোনোরকম মানা
মিষ্টি হাসি হেসে আমার থাকার বায়না ধরে,
সন্ধ্যে আছে ফেরার তাড়া বুঝাই কেমন করে!


সজনে পাতা হিজল কড়ই বন ডুমুরের শাখী
ফিরলে আমি আমার সাথে ওদের আড়ি নাকি!
বন্ধ হবে সকল কথা বলা
অভিমানের ছুঁড়বে কঠিন দলা
চপল চপল মুখটি ওদের চুপটি করে রবে
ওদের কথা রাখতে হবে মান ভাঙাতে হবে।


খানিক পরে চাঁদ বিলাবে নীল জোছনার আলো,
তখন হাসির আসর হবে মনটি সবার ভালো।
এমন সময় আসে রে ভাই রোজই
এদের মাঝেই আনন্দদের খুঁজি
ভালোবাসা স্বপ্ন আশা এদের কাছেই শিখি
তাইতো দেখি চারিদিকে পদ্মফুলের টিকি।