প্রতিক্রিয়ার পারদ খুব গেছে বেড়ে
সহনশীল কৃষ্টিতে পড়েছে আকাল,
ছোট ছোট ভুল গোনে আসে মাথা চেড়ে
চারিদিকে আজ তাই অশান্তির জাল।
এক পয়সা উসুলে হাজার খরচ
দ্বিধাহীন চিত্তে করে নিতে প্রতিশোধ,
ছাড়ের মানসিকতা কাটে ঘচাঘচ
হৃদয়েতে মরে গেছে ভালো মন্দ বোধ।


আর কত ভুলে ভুলে, হে মানব জাতি,
সভ্যতার মৃত্যুরোগে যোগাবে ইন্ধন!
একটু সহনশীলে কী এমন ক্ষতি?
তাতে যদি বেড়ে যায় প্রেমের বন্ধন।
প্রতিক্রিয়া ভুলে গিয়ে খাড়া হও ভাই,
শান্তির বাতাস বয় - মনে প্রাণে চাই।