রপ্ত করেছো দুনিয়া কমানোর কৌশল,
শিখে নিয়েছো নানা ধরনের ছল।
বেশ ভালো করে আইন নিয়েছো শিখে,
কঠিন প্যাঁচে ফাঁসালে নিরীহ ভাইটিকে।
উল্টো পথও পরিষ্কার আছে জানা,
চমৎকার বুলি আওড়াও একটানা।
চতুর্দিকে দৃষ্টি দারুণ প্রখর,
দুষ্ট বুদ্ধির করো ভীষণ ফখর।
হাত বাড়ালেই কাঁড়ি কাঁড়ি মিলে টাকা,
রাজ কোষাগার চুপিচুপি করো ফাঁকা।
ইচ্ছে করেই অশান্তি করো সৃষ্টি,
ধীরে ধীরে ভাঙো সত্যের সুকৃষ্টি।
জাতীয় স্বার্থে কুঠার আঘাত হানো,
খুব ভালো সেজে ঢেঁকিতেই ধান ভানো।
দিনের বেলায় সমাজ সেবায় দৌড়,
রাত্তিরেতে খাঁটি সিঁধেল চোর।